নিজেস্ব প্রতিবেদক-
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে – পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস ক্রীড়া সংস্থার উদ্যোগে গত শনিবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে “শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা-২০২৩।”
এরই ধারাবাহিকতায় অএ পীরগঞ্জ উপজেলার সকল স্কুল ও মাদ্রাসা পর্যায়ে এ্যাথলেটিকস প্রতিযোগীতা-২০২৩ শুরু হয়।
সেই ধারাবাহিকতায় উপজেলার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে “শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস-২০২৩ এর শুভ-উদ্বোধন হয়।
উক্ত ” শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা-২০২৩ এর শুভ-উদ্বোধনী সভায় অএ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার নজির, এ সময় উপস্থিত ছিলেন অএ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সহ শিক্ষার্থীবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি নুরু-বক্ত কাজী, সাধারণ সম্পাদক মোঃ নসরতে খোদা রানা প্রমুখ।
জানা যায়, এ্যাথলেটিকস প্রতিযোগীতা ২৮ জানুয়ারি পর্যন্ত ইউনিয়ন ও উপজেলা পর্যায় অনুষ্ঠিত হবে। আর জেলা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে ০১- ০৫ ফেব্রুয়ারি।এবং আগামী ০৯- ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতা।
উক্ত আলোচনা সভার সভাপতি পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক আয়োজিত শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা -২০২৩ এর মাধ্যমে গ্রামীণ ও উপজেলা পর্যায়ের প্রতিভাবান এ্যাথলেটিকসরা জেলা, বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে এবং এক পর্যায়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এ ছাড়াও নতুন শিক্ষা কারিকুলাম বিস্তরণ ২০২২ এর আলোকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে বলে জানা এবং পরিশেষে সকলকে ধন্যবাদ ও সবার সুস্বাস্থ্যের মঙ্গল কামনা করে সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।