নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরের ইন্দুরকানী জমি নিয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার রাতে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নে উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানাযায়, একেই এলাকার মোশারেফ হাওলাদার ও তার চাচাতো ভাই রবিউলের সাথে ১৪শতাংশ জমি দখল নিয়ে কথার কাটাকাটি হয়্। পরে এক পর্যায় উত্তেজিত হয়ে রবিউল, মহাসিনসহ ৪/৫জন মিলে ধারালো অ¯্রদিয়ে মোশারেফ ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে কুপিয়ে পিটিয়ে জখম করে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মরেলগজ্ঞ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মোশারেফ হাওলাদার জানান, রাতে আমার বাড়িতে চাচাতো ভাই রবিউলসহ ৪/৫জন মিলে জমি দখল করতে আসে।চাচাতো ভাইদের জমি দখল করতে বাধা দিলে তারালোহার পাইপ ও দেশীয় অ¯্র,দা দিয়েআমাদের কুপিয়ে পিটিয়ে জখম করে।
এ ব্যাপারে অভিযুক্ত রবিউরকে একাধিকবার মুটোফোনে কল দিলে তার ব্যবহারিত ফোন বন্ধ পাওয়া যায়।
ইন্দুরকানী থানার ওসি মো: এনামুল হক জানান,জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখমের বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।