স্টাফ রিপোর্টার-
শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, পীরগঞ্জ, ঠাকুরগাঁওয়ের আয়োজনে শিক্ষক প্রশিক্ষণের কর্মশালার শুভ-উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শিক্ষক প্রশিক্ষণের কর্মশালা অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার নজির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌর মেয়র বীরমুক্তি যোদ্ধা মোঃ ইকরামুল হক, পীরগঞ্জ বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নওশের আলী,পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
আলোচনায় জাতীয় শিক্ষাক্রম রুপ রেখা বাস্তবায়ন ও বিস্তরণ, প্রচলিত শিক্ষাক্রমের সাথে নতুন শিক্ষাক্রমের পরিবর্তন সমূহ সম্পর্কে ধারণা লাভ সহ শিক্ষাক্রমের রুপরেখা-২০২১ অনুযায়ী, অভিজ্ঞতা ভিত্তিক শিখন-শেখানোর পদ্ধতি জানা, অনুশীলন ও তা বাস্তবায়নের উপর জোর দিয়ে উদ্বোধনী সভার সম্মানিত সভাপতি মোঃ আরিফুল্লাহ শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্যের সহিত কাজে লাগানোর জন্য অনুরোধ করেন,এবং পরিশেষে সকল শিক্ষক মন্ডলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উদ্বোধনী সভার সমাপ্ত ঘোষণা করেন।