নিজস্ব প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ২০২৩ মৌসুমের সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের অনুষ্ঠানিক উদে¦াধন করা হয়েছে। ১৭৫ মেট্রিটন ধান ও চাল সংগ্রেহের লক্ষ মাত্রা নিয়ে ৩রা ডিসেম্বর মঙ্গলার সকালে ইন্দুরকানী উপজেলা খাদ্যগুদামে এই অনুষ্টান উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান, এসময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান.এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিন হাওলদার খাদ্য গুদামের অসিএলএসডি হুমায়ুন কবিরসহ স্থানিয় কৃষক বৃন্দ।
উপজেলা কৃষি বিভাগের সহযোগীতায় উপজেলা খাদ্যগুদাম কতৃপক্ষ কৃষকদের নিকট থেকে এবছর প্রতি কেজি ধান ২৮ টাকা দরে ও চাল ৪২ টাকা দারে ক্রয় করছে।
এবিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শেখ তৈয়েবুর রহমান বলেন আমরা উপজেলা কৃষি দপ্তর সব সময় কৃষকের দিকে লক্ষ রাখি এবছর আমন ধানের ফলন ভাল হয়েছে আশা করি সংগ্রহের লক্ষমাত্রা পুরন হবে ইনশাআল্লাহ।
কৃষক যেন তার উপার্জিত ফসলের সঠিক মুল্যপায় ক্ষতিগ্রস্থ না হয় তাই কৃষকদের সরাসরি খাদ্য গুদামে যোগযোগ করে যেন সঠিক মুল্যপায়। কৃষকদের পয়সায় যেন `স্বত্ব মধ্য ভুগিরা লাভবান না হতে পারে সেদিকে খেয়াল রাখছি।