মিথ্যা তথ্য দিয়ে লটারিতে নির্বাচিত হলে স্কুলে ভর্তি নয়
নিজস্ব প্রতিবেদক –
মিথ্যা তথ্য দিয়ে কোন শিক্ষার্থী ডিজিটাল লটারি প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে থাকলে তাকে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আর শিক্ষার্থী অনলাইনে জন্ম নিবন্ধন নম্বর বার বার পরিবর্তন করে মিথ্যা তথ্য দেয়ার মাধ্যমে একাধিকবার নির্বাচিত হয়ে থাকলে জালিয়াতির কারণে তাকেও স্কুলে ভর্তি করা যাবে না বলে সরকারি-বেসরকারি স্কুলের প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।
একইসঙ্গে শিক্ষার্থীদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে জন্ম সনদের মূল কপি, জন্ম সনদের অনলাইন কপি ও বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের মূল কপি ভালো করে দেখে তাদের ভর্তি করতে সরকারি-বেসরকারি স্কুলগুলোকে বলা হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিয়ে সরকারি-বেসরকারি স্কুলের প্রধানদের এসব নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।