ইন্দুরকানিতে প্রবীণ কর্মসূচির উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি:আহম্মেদ ইফতেখার।
বিবিএস বলছে, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ২০ লাখ। সেই হিসাব অনুযায়ী ৩ কোটি ৯৩ লাখ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। জানুয়ারি-মার্চ মাসের মধ্যে আরও প্রায় ৪৫ লাখ লোক দারিদ্র্যসীমার নিচে চলে যায়। অক্টোবর – ডিসেম্বর মাসের মধ্যে ১০০জন লোকের ৩০ জনের বেশি গরিব হয়ে যায়। এপ্রিল- সেপ্টেম্বর এই ছয় মাস দেশের মানুষ সবচেয়ে ভাল থাকে।
২২ জানুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া প্রবীণ সামাজিক কেন্দ্রে সকালে ও পাড়েরহাট ইউনিয়নের রাজলক্ষ্ণী স্কুল এন্ড কলেজ খেলার মাঠে বিকালে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি লে: কমান্ডার মোয়াজ্জেম হোসেন শাখার উদ্যোগে মো: কাইয়ুম হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক, উদ্দীপন পিরোজপুর অঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. এম মতিউর রহমান, চেয়াম্যান, উপজেলা পরিষদ, ইন্দুরকানি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মো: মিজানুর রহমান, জোনাল ব্যবস্থাপক, উদ্দীপন পিরোজপুর জোন, মাও: আবুল কালাম ফরাজী, ইউপি সদস্য, ৫নং ওয়ার্ড, পাড়েরহাট ইউনিয়ন।
আরো উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র দে, সমন্বয়কারী সমৃদ্ধি কর্মসূচি ও প্রবীণ কর্মসূচি, বিশ্ব অধিকারী, শাখা ব্যবস্থাপক, লে: কমান্ডার মোয়াজ্জেম হোসেন শাখা, পাড়েরহাট, মো: জাহাঙ্গীর হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা, সমৃদ্ধি কর্মসূচি, এ,কে, আহম্মেদ ইফতেখার, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা, সমৃদ্ধি কর্মসূচি, আব্দুল্লাহ-আল-রাকিব, এমআইএস কর্মকর্তা, সমৃদ্ধি কর্মসূচি।
অনুষ্ঠানে আঞ্চলিক অফিসের পক্ষ থেকে আগত প্রবীণদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করেন পূজা মিস্ত্রী।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন আল-মামুন মল্লিক, প্রোগ্রাম অফিসার, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, পত্তাশী ইউনিয়ন।