ইন্দুরকানি, (পিরোজপুর) প্রতিনিধিঃ আহমেদ ইফতেখার
সোমবার (০২জানুয়ারি) রাতে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন কালারাজা গ্রামের রাজাবাড়ির বাসিন্দা মো: হাবিবুর রহমানের ঘরে অভিনব কায়দায় চুরি হয়। চোর দিনের বেলা কোনএক সময় তাদের ঘর সংলগ্ন রান্না ঘরে রান্না করে রাখা ভাত ও তরকারিতে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়ে যায়। ঘরের লোকজন রাতের বেলা ঔ খাবার খেয়ে অচেতন হয়ে ঘুমিয়ে পরে তখন চোর সিংখুদে ঘরে ঢুকে আলমারি ও ট্রাঙ্কের তালা ভেঙ্গে নগদ পঁচিশ হাজার টাকা, স্বর্নলঙ্কার ও কাপড়-চোপড় চুরি করে নিয়ে যায়। সকাল হলে বাড়ির লোকজন তাদের না দেখতে পেয়ে খোঁজ নিতে এসে দেখে সবাই অচেতন অবস্থায় ঘুমাচ্ছে। তখন ডাকাডাকি করলে তারা সাড়া না দেওয়ায় বাড়ির লোকজন ঘরের তালা ভেঙ্গে মোঃ হাবিবুর রহমান ও তার স্ত্রী, কন্যা কে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়।বর্তমানে হাবিবুর রহমান পুরুষ ওয়ার্ডে এবং তার স্ত্রী,কন্যা, মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।