কেন্দুয়ায় এইচএসসি ও সমমানের ১ ম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৩৮ জন
আশরাফ গোলাপ,
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি;
আজ ৬ নভেম্বর শুরু হতে যাওয়া ১ম দিনের বাংলা ১পত্র পরীক্ষায় সারা দেশের ন্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে নেত্রকোনাজেলার কেন্দুয়া উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নিচ্ছে ৭ টি কলেজ,৫ টি মাদ্রাসা ও ৯টি কারিগরি কলেজের ৩৩৩৭ জন পরীক্ষার্থী।মোট ৫টি কেন্দ্রের ৮ টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।৬ নভেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
কেন্দ্র ও ভেন্যু ভিত্তিক পরীক্ষার্থী অনুপস্থিত হল কেন্দুয়া সরকারি কলেজেঅনুপস্থিত ০৩ জন,পারভিন সিরাজ মহিলা কলেজে অনুপস্থিত ০২ জন জন,সায়মা শাহজাহান একাডেমি তে অনুপস্থিত ০৮ জন,সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুপস্থিত ০৪ জন,সান্দিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিত ০১ জন,ভরাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুপস্থিত ০৩ জন ,সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে কারিগরি পরিক্ষার্থী ১০জন,অরিয়েন্ট বিএম ও কারিগরি কলেজে অনুপস্থিত ০৭ জন ,মোট অনুপস্থিত ৩৮ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম বলেন আজ ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের ১ম দিনের বাংলা ১ম পত্রপরীক্ষা ভাল ভাবে শেষ হয়েছে, এবং সকল প্রকার পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
কেন্দুয়া উপজেলার নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে।পরীক্ষার সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।