তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদ্রাসায় পবিত্র সীরা তুন্নবী (সাঃ) উদযাপন।
মোঃ মিজানুর রহমান, খুলনা মহানগর প্রতিনিধি।
খুলনা মহানগরীর সোনাডাঙাস্হ তা’লীমুল মিল্লাত রাহমাতিয়া ফাজিল মাদ্রাসায় পবিত্র সীরাতুন্নবী( সাঃ) উদযাপন উপলক্ষে সোমবার (১৭ অক্টোবর) কুরআন তেলাওয়াত, না’তে রাসুল (সাঃ) ইসলামি সাধারণ জ্ঞান প্রতিযোগীতা, আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ এ এফ এমনাজমুস সাউদের সভাপতিত্বে ও প্রভাষক ছফির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন খুলনাঞ্চলের সভাপতি অধ্যাপক নজিবুর রহমান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক, মাওলানা নুরুল ইসলাম, আবু নোমান বাশির মাহমুদ, মাওঃ আব্দুল মজিদ, শাহজাহান হোসেন, সরদার ইকবাল হোসেন, তাসলিমা খাতুন, তাজনিয়ারা কলি, এমএম মনিরুজ্জামান, নরুল বাসার, আব্দুর রাজ্জাক, শেখ আলীম জামান, মিনজুয়া ফেরদৌসী, তাহেরা খাতুন, আফজাল হোসাইন, বিশ্বজিৎ সরকার, খাদিজা আকতার, আনিসুজ্জামান, মোয়াজ্জেম হোসাইন, সেলিম আকতার, মনিরুজ্জামান, মিরাজুল ইসলাম সহ সকল শিক্ষক / শিক্ষিকা, কর্মচারী ও ছাএ/ছাএীবৃন্দ।